সকল মেনু

মৃত্যুদণ্ড কার্যকরের স্থগিতাদেশ প্রত্যাহার করলো পাকিস্তান

pak-deathআন্তর্জাতিক ডেস্ক : মৃত্যুদণ্ড কার্যকরের স্থগিতাদেশ প্রত্যাহার করলো পাকিস্তান। এর আগে গত ডিসেম্বরে পেশোয়ারে সেনা পরিচালিত স্কুলে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর শুধু সন্ত্রাসীদের মৃত্যুদণ্ড কার্যকরে স্থগিতাদেশ উঠিয়ে নেয়া হয়েছিলো।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আপিল ও প্রেসিডেন্টের ক্ষমা করে দেয়ার প্রক্রিয়া শেষ হওয়া মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তিদের রায় কার্যকর করতে সব প্রাদেশিক সরকারকে নির্দেশ দেয়া হয়েছে। মানবাধিকার গোষ্ঠীগুলোর ভাষ্য, পাকিস্তানে আট হাজারেরও বেশির ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর ঝুলে রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন নির্দেশের কথা গণমাধ্যমে প্রকাশের দিন মঙ্গলবারই পাঞ্জাব প্রদেশের লাহোর জেল কর্তৃপক্ষের কাছে দুই সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ওয়ারেন্ট পাঠিয়েছে সন্ত্রাসবিরোধী আদালত।

গত বছরের ২৪ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানজুড়ে ২৪ জন সন্ত্রাসীকে ফাঁসি দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top