সকল মেনু

এবার ভূমি অফিসের দুর্নীতি ঠেকাতে সিসি ক্যামেরা

 অাছাদুজ্জামান,জাতীয় সংসদ ভবন থেকে: সারাদেশের ভূমি অফিসগুলোর অব্যাহত দুর্নীতি-অনিয়ম ঠেকাতে এবার ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসি ক্যামেরা) বসানোর উদ্যোগ নিয়েছে ভূমি মন্ত্রণালয়। পরীক্ষামূলকভাবে প্রথমে স্বল্প পরিসরে এই সিসি ক্যামেরা বসানো হবে বলে সংসদে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ। মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় জাতীয় সংসদে আ ফ ম বাহাউদ্দিন নাছিমের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ভূমি অফিসে সিসি ক্যামেরা স্থাপন করা হলে অনিয়ম-দুর্নীতি অনেক কমে যাবে। পরীক্ষামূলক এ উদ্যোগের ফলাফলের ভিত্তিতে পর্যায়ক্রমে সারাদেশে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

সুকুমার রঞ্জন ঘোষের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নতুন করে ভূমি জরিপ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। বর্তমানে যে জরিপ চলছে- তা শেষ না হওয়া পর্যন্ত নতুন করে কোনো জরিপ হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top