সকল মেনু

নিজামীর আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার নির্দেশ

nizami-upনিজস্ব প্রতিবেদক : গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর আপিলের সারসংক্ষেপ ৩১ মার্চের মধ্যে জমা দিতে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

৩১ মার্চের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা না দিলে আপিল বিভাগের শুনানি শুরু হবে বলেও দু’পক্ষের আইজীবীদের জানিয়েছেন আদালত। এ বছরের ২৪ ফেব্রুয়ারি ২ সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ জমা দেয়ার কথা থাকলেও দু’পক্ষই সার সংক্ষেপ জমা দেয়নি।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৯ অক্টোবর মতিউর রহমান নিজামীকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-১। একই বছরের নভেম্বরের শেষের দিকে নিজামীর মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন তার আইনজীবীরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top