সকল মেনু

ব্লগার রাজিব হত্যার মামলার অভিযোগ গঠনের আদেশ ১৮ মার্চ

 আদালত প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম: ব্লগার রাজিব হায়দার হত্যামামলায় অভিযোগ গঠনের শুনানী শেষে আদেশের জন্য আগামী ১৮ মার্চ  দিন ধার্য করেছেন আদালত।  ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এ বি এম রুহুল আমিন এই আদেশ দেন। এরআগে এসময় কারগারে থাকা ৭ আসামিকে আদালতে হাজির করা হয়। পরে আসামিদের আইনজীবীরা মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আদালতের কাছে আবেদন করেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট মোশারফ হোসেন কাজল, অ্যাডভোকেট মাসুদ রানা, অ্যাডভোকেট এম এ খায়রুল হক লিটন ও মো. ফারুক শুনানি করেন। অপর দিকে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আবদুল্লাহ আবু আসামিদের বিরুদ্ধে অভিযোগ  গঠনের জন্য শুনানি করেন। শুনানিকালে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, আসামিদের রিমান্ডে নিয়ে নির্যাতন করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন না করে তাদেরকে অব্যাহতি দেয়া হোক। শুনানি শেষে বিচারক আগামী ১৮ মার্চ এ বিষয়ে আদেশ দেবেন বলে জানান।এরআগে গত ২৮ জানয়ারি আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান শায়খুল হাদীস মুফতি জসীম উদ্দিন রাহমানীসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। অন্য আসাামিরা হলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফয়সাল বিন নাইম ওরফে দিপু,  মাকসুদুল হাসান অনিক, এহসানুর রেজা রুম্মান, মো. নাঈম সিকদার ওরফে ইরাদ, নাফির ইমতিয়াজ, সাদমান ইয়াছির মাহমুদ। মুফতী জসীম ছাড়া অন্য আসামিরা সবাই নর্থ সাউথের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের ছাত্র। বিশ্ববিদ্যালয় তাঁদের বহিষ্কার করেছে। এামলার অভিযোগপত্রে বলা হয়, নর্থ সাউথ ইউনিভার্সিটির সাত শিক্ষার্থী ও আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি মুহাম্মদ জসীমউদ্দিন রাহমানীর জড়িত থাকার তথ্য-প্রমাণ মিলেছে। গ্রেফতার হওয়া নর্থ সাউথের ছয় শিার্থীকে জিজ্ঞাসাবাদ, আদালতে দেওয়া তাদের জবানবন্দি ও তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে, আসামিরা জসীমউদ্দিন রাহমানীর বই পড়ে, সরাসরি তার বয়ান ও খুতবায় অংশ নিয়ে ‘নাস্তিক ব্লগার’দের খুন করতে উদ্বুদ্ধ ও উৎসাহিত হন। এরআগে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top