সকল মেনু

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০

 গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে জমি-জমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে।রোববার দুপুরে সদর উপজেলার নিজরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে  আহত পিয়ারী বেগম (২৬), মাসুদ রানা (৪০), রবিউল মোল্লা (৪৫), ফায়েক মোল্লা (৫০), আমির উকিল (৪৫) ও আহাদ উকিলকে (৪০) গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। বৌলতলী পুলিশ ফাঁড়ির এস.আই আবু নাঈম জানান, জমি-জমা নিয়ে ওই গ্রামের সিহাব মোল্লা ও আমোদ উকিলের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার দুপুরে আমোদ উকিলের লোকজন ওই জায়গায় পুকুর খনন করতে গেলে সিহাব মোল্লা ও তার লোকজন বাধা দেয়। এর জের ধরে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহিলাসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top