সকল মেনু

প্রকল্প বাস্তবায়নে সমস্যা হচ্ছে না

image_35245নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে প্রকল্প বাস্তবায়নে সমস্যা হচ্ছে না। তিনি বলেছেন, গতবছর এ সময়ে পরিস্থিতি স্বাভাবিক থাকার পরও যে পরিমাণ এডিপি বাস্তবায়ন হয়েছিল, বর্তমানে এ হার তার থেকে কোনো অংশে কম নয়।

রোববার দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট ৫৫টি মন্ত্রণালয় এবং বিভাগের উইং প্রধানদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়াতে অবকাঠামো খাতের বিনিয়োগকে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এ সময় তিনি জানান, প্রযুক্তি খাতের প্রকল্পগুলো বাস্তবায়নে জোর দেওয়া হচ্ছে বেশি। এ জন্য প্রযুক্তি খাতের তথ্য সংরক্ষণে একটি তথ্য ভাণ্ডার তৈরি করার কথাও বলেন তিনি।

ব্রিফিংকালে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, জিইডি সদস্য ড. সামশুল আলম, আরস্তু খান প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top