সকল মেনু

নারী দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন

candle-lightনিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয় মোমবাতি প্রজ্বলন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় আঁধার ভাঙ্গার শপথ নেন অনুষ্ঠানে উপস্থিত নারীরা।

আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রথম প্রহরে এই অনুষ্ঠানের আয়োজন করে।

নারী অধিকার কর্মী, কর্মজীবী নারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রীসহ বিশিষ্টজনরা এসময় মোমবাতি জ্বালিয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে আহ্বান জানান। শপথ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় প্রথম প্রহরের এ আয়োজন।

শপথবাক্য পাঠ করান আমরাই পারি জোটের চেয়ারপার্সন সুলতানা কামাল। এর আগে শহীদ মিনারে নারী দিবস উপলক্ষে ঘণ্টাব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top