সকল মেনু

ডিএমপির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী

 নিজস্ব প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকী ছিল আজ বৃহস্পতিবার। ডিএমপির ৪০ তম এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ বিকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন ডিএমপির সাবেক ও বর্তমান কর্মকর্তাদের মিলন মেলায় পরিণত হয়। এসেছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান, আইজিপি শহীদুল হক, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ অনেকেই।এসেছিলেন সদ্য ডিএমপি ছেড়ে যাওয়া র‌্যাবের ডিজি বেনজীরও। বেনজীরকে দেখেই বর্তমান ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া হাস্যোজ্জ্বলভাবে বলে  উঠেন “কি লাগবে স্যার হাজির”। অনুষ্ঠানের এক পর্যায়ে কেক কাটা ও  চা-নাস্তার পর্ব শুরু হয়। চলতে থাকে কুশল বিনিময়ের  সঙ্গে ফটোসেশনও।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top