সকল মেনু

কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত থাকবে

48080নিজস্ব প্রতিবেদক : অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, রিভিউ আবেদন দায়ের হওয়ায় মো: কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত থাকবে। কামারুজ্জামানের আইনজীবীরা রিভিউ আবেদন দায়েরের পর আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

তিনি বলেন, আমরা আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতির কাছে আবেদন করবো যাতে রিভিউ আবেদনটি দ্রুত শুনানির দিন ধার্য করা হয়।

তিনি আরও বলেন, বিচারকরা দেখবেন, রিভিউয়ের কিছু রয়েছে কি না। কোন ভুল থাকলে তা সংশোধন করার জন্যই রিভিউ আবেদনের বিধান রেখেছে আপিল বিভাগ।

অ্যাটর্নি জেনারেল বলেন, তিনজন বিচারপতি মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। অপর বিচারপতি দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এখানে সবাই দণ্ডিত করেছেন। প্রশ্ন শুধু সাজার বিষয়ে।

তিনি বলেন, আমার মনে হয় রায়ে কোন ভুল নেই। আমিও মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার জন্য শুনানিতে আবেদন জানাবো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top