সকল মেনু

সুন্দরগঞ্জ পোস্টারে পোস্টারে ছেঁয়ে গেছে গোটা শহর

 গাইবান্ধা প্রতিনিধি: আগামী ৫ মার্চ গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের প্রচারণা এখন তুঙ্গে। নাওয়া খাওয়া হারাম হয়ে গেছে প্রার্থীদের। দিন-রাত তারা ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। দোয়া প্রার্থনার পাশাপাশি আত্মীয়তার সম্পর্ক নতুন করে ঝালাই করে নিচ্ছেন তারা। উন্নয়নের ফুলঝুড়ি তাদের মুখে মুখে। নানা আশ্বাস দিয়ে তারা এলাকাবাসিকে পুলকিত করার চেষ্টা করছেন। এদিকে পোস্টারে পোস্টারে ছেঁয়ে গেছে গোটা উপজেলা শহর। উপ-নির্বাচনকে সামনে রেখে প্রার্থীগণ পৌরশহরের বিভিন্ন মোড়ে মোড়ে প্রতিদিন সন্ধ্যায় পথসভায় ব্যস্ত থাকছেন।এবারের নির্বাচনে ১২ হাজার ৩১০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে মহিলা ভোটার ৬ হাজার ২১১ জন এবং পুরুষ ভোটার ৬ হাজার ৯৯ জন। মোট ভোট কেন্দ্র স্থাপন করা হবে ৯টি। বুথ থাকবে ৩৬টি। এ উপ-নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫ জন প্রার্থী। তাদের মধ্যে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী আলহাজ্ব মশিয়ার রহমান (জগ)। বাকি ৪ জনের সবাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। তারা হচ্ছেন- মাসুদ-উল-ইসলাম চঞ্চল (মোবাইল ফোন), আব্দুল¬াহ আল মামুন (নারিকেল গাছ), আহসানুল করিম চাঁদ (চামুচ) ও গোলাম আহসান হাবীব মাসুদ (রেল ইঞ্জিন)। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোটারের উপস্থিতি হবে কম। সর্বশেষ জরিপ অনুযায়ি এ উপ-নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত মশিয়ার রহমান এবং পৌর আওয়ামী লীগ সভাপতি মাসুদুল ইসলাম চঞ্চল প্রচারণায় এগিয়ে আছেন। উল্লেখ্য, জামায়াত নেতা সুন্দরগঞ্জ পৌর মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু নাশতকাসহ বিভিন্ন অনিয়মের কারণে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বরখাস্ত হওয়ায় পদটি শুন্য হয়। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনারের কাছে ওই পদে উপ-নির্বাচনের আবেদন জানালে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top