সকল মেনু

সংকট নিরসনে ড. কামালের জাতীয় ঐক্য গঠনের আহ্বান

dr-kamalনিজস্ব প্রতিবেদক : ভিন্নমতকে নিমূর্লের চেষ্টা বাদ দিয়ে সংকট নিরসনে সরকারের প্রতি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

এদিকে, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব বলেন, দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকার আন্তরিক নয়। সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

এ সময় ড. কামাল হোসেন বলেন, ‘যারা আন্দোলনের নামে সন্ত্রাস করছে এবং আন্দোলন না করেও সন্ত্রাস করছে তাদেরকে ঠেকানোর দায়িত্ব সরকারের।’

এ সময় জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘সরকারের বিরুদ্ধে কিছু বললেই রাষ্ট্রদ্রোহী বলা হয়। অথচ দেশটা পুড়ে যাচ্ছে, সাধারণ মানুষ মরে যাচ্ছে, ক্রস ফায়ার বন্ধ হচ্ছে না, হরতাল অবরোধ বন্ধ হচ্ছে না- এ বিষয়ে কোনো পদক্ষেপ নেই। এগুলো বন্ধ করতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top