সকল মেনু

রাজশাহীতে প্রধান শিক্ষিকাকে চিঠি পাঠিয়ে স্কুল বন্ধ রাখার হুমকি

school-threatরাজশাহী প্রতিনিধি : ডাকযোগে পাঠানো চিঠিতে ভয়ভীতি দেখিয়ে রাজশাহীর একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে স্কুল বন্ধ রাখার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনার পর অভিভাবকেরা তাদের সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ।

রাজশাহীতে এবার চিঠি দিয়ে হরতাল অবরোধে স্কুলে ক্লাস বন্ধ রাখার হুমকি দেয়া হয়েছে। এর আগে মার্কেটের দোকানদারদের একইভাবে চিঠি দিয়ে হুমকি দেয়া হয়েছিলো। গত শুক্রবার নগরীর সরকারি লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বরাবর ডাকযোগে আসা লাল রংয়ের চিঠিতে এই হুমকি দেয়া হয়। ১৬ কোটি মানুষের পক্ষে আন্দোলনকামী কর্মী বাহিনী নামে আসা ওই চিঠিতে উল্লেখ রয়েছে, হরতাল অবরোধের মধ্যে স্কুল চালিয়ে আপনি নিষ্পাপ শিশুদের ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছেন। আপনার প্রতিষ্ঠানে শক্তিশালী বোমা বিস্ফোরিত হলে এর দায়ভার আপনাকে নিতে হবে- বলেও চিঠিতে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

রাজশাহীর লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষিকা আইরিন জাফর বলেন, ‘চিঠিতে বলেছে, আপনারা হরতালে ক্লাস চালিয়ে সরকারের চাটুকারিতা করছেন। এ অবস্থায় ক্লাস চালিয়ে গেলে আপনার স্কুলে পেট্রোল বোমার চেয়েও শক্তিশালী বোমা এসে পড়তে পারে।’

এ ঘটনাটি প্রকাশ পাওয়ার পর থেকে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘আমাদের আব্বু-আম্মু ভয়ের মধ্যে থাকেন যে, ছেলে-মেয়েরা ঠিকমতো স্কুলে যেতে পারছে কি না, স্কুলে কোনো সমস্যা হলো কি না।’

একজন শিক্ষক বলেন, ‘আমরা যেহেতু চাকরি করি তাই, আমাদের এসবের মধ্যেই স্কুলে আসতে হয়।

অভিভাবকরা জানান, লাল চিঠি আসার পর তারাও ভয়ের মধ্যে আছেন।

এদিকে, নগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র বিষয়টি খতিয়ে দেখা ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সব ধরনের সহযোগতিার আশ্বাস দেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি) ইফতে খায়ের আলম বলেন, ‘এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছি।  গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।  আর চিঠির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

এ ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।  বর্তমানে স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১শ’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top