সকল মেনু

অগ্নিকা- না আশির্বাদ!, দিনেরাতে চলছে সৈয়দপুরের রেল বাজারে উন্নয়ন কাজ

Rail Bazarমো. আমিরুজ্জামান, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরের রেলওয়ে বাজারে দু’দফায় অগ্নিকান্ডের ঘটনা ব্যবসায়ীদের কাছে আশির্বাদ হয়েছে। ফলে দিনেরাতে বাঁধাহীনভাবে রেলওয়ের জায়গায় গড়ে উঠছে বহুতল নির্মাণের কাজ। এই সুযোগে অন্যান্য ব্যবসায়ীরাও যাদের দোকান পুড়ে যায়নি তারাও দোকানপাট ভেঙ্গে ফেলে স্থায়ীভাবে বিল্ডিং তৈরি করে নিচ্ছেন বলে অভিযোগ মিলেছে। জানা যায়, বাণিজ্যিক সৈয়দপুরের ব্যবসায়ীক প্রাণকেন্দ্র রেলওয়ে বাজারের কাপড় মার্কেটে গত ২৫ জানুয়ারি রাতে ও পরদিন ২৬ জানুয়ারি রাতে মসলা ও মনিহারি পট্টিতে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় ১শ’ ৫০টি দোকান পুড়ে যায়। দুই মার্কেট মিলে ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়িয়ে যায়। সৈয়দপুর, পার্বতীপুর, ডোমার ও নীলফামারীর ফায়ার সার্ভিসের কর্মীরা এবং সেনা সদস্যরাও আগুন নেভানোর কাজে অংশ নেন। এই অগ্নিকান্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লিয়াকত আলীকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে সকল ব্যবসায়ীরা একজোট হয়ে গ্র“প ফান্ড তৈরি করে রেলওয়ের জায়গায় বহুতল ভবন নির্মানের কাজ করছেন। এসব পাকা অবকাঠামো রেলওয়ের জায়গায় নির্মাণের সময় রেলওয়ে, স্থানীয় প্রশাসনের বাঁধা ও চাঁদাবাজদের অত্যচারে অনেকটা গোপনে কাজ করতে হত। কিন্ত অগ্নিকান্ডের পর বাঁধাহীনভাবে চলছে বহুতল ভবনের কাজ। এই সুযোগে অন্যান্য দোকানদাররাও পুরনো দোকানপাট ভেঙ্গে ফেলে রেলওয়ের জায়গায় বিল্ডিং তৈরি করছেন। এতে করে লোকজন বলবলি করছেন, সৈয়দপুরে অগ্নিকান্ড ব্যবসায়ীদের জন্য আশির্বাদ হয়েছে। এছাড়াও রেলওয়ের বিভিন্ন জায়গা দখল করে ঘরবাড়ি তৈরি রেলের শহর সৈয়দপুরে অব্যাহত রয়েছে বলে অভিযোগ রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top