সকল মেনু

কথিত খলিফা বাগদাদি মসুল থেকে পালিয়েছেন

  হটনিউজ ডেস্ক: উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র কথিত ‘খলিফা’ আবু বকর আল-বাগদাদি ইরাকের মসুল শহর থেকে পালিয়ে সিরিয়া চলে গেছেন। ইরাকের নেইনাভা প্রদেশের আল-বায়াজ মসজিদে খুতবার পর তিনি মুসল থেকে পালিয়ে সিরিয়া চলে যান। বিষয়টি মসুলের খ্যাতনামা ব্যক্তিদের সংগঠন ইরাকের তথ্য কেন্দ্রকে জানিয়েছে। এছাড়া, ইরাকের আরো কয়েকটি গণমাধ্যম খবর দিয়েছে যে, বাগদাদি তার কয়েকজন সিনিয়র কমান্ডারের সহায়তায় পালিয়ে সিরিয়া চলে গেছেন। মসুল ফ্রি অফিসার্স নামের একটি সংগঠনের সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল্লাহ হামলান আশ-শামিরিও এ খবর নিশ্চিত করেছেন। এর আগে খবর বের হয়েছিল যে, মার্কিন কোয়ালিশন বাহিনীর বিমান হামলায় আইএসআইএল’র কয়েকজন সিনিয়র কমান্ডার সিরিয়া সীমান্তে মারা গেছে এবং বাগদাদির ভাগ্যে কি হয়েছে তা জানা যায় নি। তবে এই পালিয়ে যাওয়ার ঘটনার সঙ্গে ওই কোয়ালিশন বাহিনীর হামলা ও হতাহতের ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা তা স্পষ্ট নয়। খবরে বলা হয়েছিল কমান্ডাররা মারা গেছে এবং বাগদাদি ওই পথে যাচ্ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top