সকল মেনু

শান্তিপূর্ণভাবে শেষ হলো এসএসসি পরীক্ষা

ssc-examনিজস্ব প্রতিবদেক : সারাদেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো হরতালে পিছিয়ে যাওয়া এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা।  শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত একযোগে এই পরীক্ষা হয়।

কঠোর নিরাপত্তার মধ্যে সকাল থেকে কেন্দ্রে আসতে থাকেন পরীক্ষার্থীরা।  হরতালের কারণে পিছিয়ে যাওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়।  বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধ আর হরতালের মধ্যে এসএসসির সবগুলো পরীক্ষাই নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারেনি।  ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।  চলমান-হরতাল অবরোধের কারণে রুটিন অনুযায়ী পরীক্ষা শেষ হবে কিনা এই নিয়ে শঙ্কায় রয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এদিকে, পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আশা প্রকাশ করেন, আগামী পয়লা এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা বাধাগ্রস্ত হবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top