সকল মেনু

‘দেশের অর্থনীতিতে নতুন সমুদ্রসীমা বড় ভূমিকা রাখবে’

biiss-seminarনিজস্ব প্রতিবদেক : বাংলাদেশের অর্থনৈতিক প্রসারে নবনির্ধারিত সমুদ্রসীমা যথেষ্ট ভূমিকা রাখতে পারবে বলে মনে করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ইনস্টিটউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিস এর উদ্যোগে মেরিন রিসোর্সেস ম্যানেজমেন্ট অব বাংলাদেশ ইন কস্টেক্সট অব নিউলি ডিমার্কেটেড বাইন্ডারি শীর্ষক সেমিনারে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশের নব নির্ধারিত সমুদ্রসীমা পরিপ্রেক্ষিতে সমুদ্রসম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে বৃহত্তর সচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন বক্তরা। সেমিনারে অবসরপ্রাপ্ত সামরিক ও বেসামরিক কর্মকর্তা,গবেষক ও নীতিনির্ধারকরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top