সকল মেনু

উ. কোরিয়ায় ইবোলা প্রতিরোধে ম্যারাথনে বিদেশিদের অংশগ্রহণ নিষিদ্ধ

উ. কোরিয়ায় ম্যারাথনআন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ায় ইবোলা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ বছরের ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিদেশিদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। দেশটির ট্রাভেল এজেন্সির কর্মকর্তারা বিষয়টি জানান।

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে এ বছরের এপ্রিলে আন্তর্জাতিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বছর প্রথমবারের মত এ প্রতিযোগিতায় বিদেশিদের অংশগ্রহণ অন্তর্ভুক্ত করা হয়। তবে ইবোলা রোধে এ বছর শুধুমাত্র দেশীয় প্রতিযোগিরা অংশগ্রহণ করবে বলে জানা গেছে।

গত বছর পশ্চিম আফ্রিকায় ইবোলা ভাইরাস মহামারি আকার ধারণ করার পর এ ভাইরাস সংক্রমণ রোধে ২০১৪ সালের অক্টোবর থেকে দেশটিতে বিদেশি পর্যটকদের আগমন নিষিদ্ধ করার জন্য সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে।

এছাড়াও বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  কোরিয়ায় এ পর্যন্ত একটিও ইবোলা আক্রান্তের খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top