সকল মেনু

রিজভী আবারো তিন দিনের রিমান্ডে

indexআদালত প্রতিবেদক : রাজধানীর মোহাম্মাদপুর থানার নাশকতার একটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে তিন দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এই আদেশ দেন। এরআগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে ঢাকার মুখ্য মহানগ হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এসময় রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামির আইনজীবীরা। উভয় পক্ষের শুনানী শেষে হাকিম জামিন আবেদন নাকচ করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। এর আগে বেশ কয়েক দফায় রিজভীকে ২৩ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। পরে এই মামলায় গতকাল তিন দিন আবারো রিমান্ডে নেওয়ার অনুমতি দেয়া হলে মোট ২৬ দিন রিমান্ডে পেয়েছে পুলিশ। তবে পুলিশ সুত্র জানা গেছে, এই রিমান্ড শেষে রাজধানীর মোহাম্মাদপুল থানায় করা আরো একটি মামলায় রিজভীকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে আদালতের কাছে। এরআগে ৩০ জানুয়ারি রাতে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের হাতে আটক হন রিজভী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top