সকল মেনু

ডিসিসি নির্বাচনের অনুরোধ: ‘ইসি’কে সরকারের চিঠি

dcc-12343নিজস্ব প্রতিবেদক : চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের উত্তর ও দক্ষিণ ভাগে সীমানা জটিলতা শেষ হওয়ায় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে স্থানীয় সরকার বিভাগ বলে জানিয়েছে ইসি সচিব।

সোমবার বিকালে উত্তর ও দক্ষিণের সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করে গেজেটও নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ইসি সচিব জানান, ‘নির্বাচন অনুষ্ঠানের অনুরোধসহ দু’টি সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট সীমানা গেজেট মন্ত্রণালয় থেকে এসেছে। স্থানীয় সরকার বিভাগের অনুরোধ আমরা পেয়েছি। কমিশন এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে। ‘

ইসি কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেনের পক্ষে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সরোজ কুমার নাথ স্বাক্ষরিত চিঠি ইসি সচিবের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে ডিসিসি উত্তর ও দক্ষিণ নির্বাচন প্রসঙ্গে ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নিতে অনুরোধ জানানো হয়েছে। এ চিঠির সঙ্গে দুটি গেজেটের কপিও সংযুক্ত করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top