সকল মেনু

মানবতাবিরোধী অপরাধ: পলাতক জব্বারের রায় মঙ্গলবার

47756কোর্ট রিপোর্টার : জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য পিরোজপুরের পলাতক আবদুল জব্বারের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় কাল। বিচারপতি এস ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার সকালে এ দিন ধার্য করেন।

জব্বারের বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরের মঠবাড়িয়ায় বিভিন্ন গ্রামে হত্যা, গণহত্যা, আটক ও নির্যাতনসহ পাঁচটি অভিযোগ রয়েছে। গত বছরের ৩ ডিসেম্বর মামলার বিচারকাজ শেষে রায় অপেক্ষমাণ রাখেন এ ট্রাইব্যুনাল।

এর আগে, গত বছরের ১৪ আগস্ট অভিযোগ গঠনের মধ্যদিয়ে মামলার বিচারকাজ শুরু হয়। আবদুল জব্বার ১৯৭১ সালে পিরোজপুরের শান্তি কমিটির চেয়ারম্যান ছিলেন। জাতীয় পার্টি থেকে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এ মামলার তদন্ত শুরু হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন জাতীয় পার্টির সাবেক এ নেতা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top