সকল মেনু

টস জিতে ব্যাটিংয়ে ভারত

South Africa v India - 2015 ICC Cricket World Cupক্রিড়া প্রতিবেদক : শুরুতেই রোহিত শর্মাকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে ভারত। ৩য় ওভারের শেষ বলে ভুল বুঝাবুঝির জেরে রান আউট হয়ে ফিরে যান ওডিআই ক্রিকেটের এই ডবল সেঞ্চুরি বয়। ক্রিজে এসেছেন নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি। এখন পর্যন্ত ভারতের সংগ্রহ ১১ ওভারে ৩৭ রান।

এর আগে, এমসিজি’তে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। প্রথম ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দেওয়া একাদশ নিয়েই মাঠে নেমেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। আর একটি পরিবর্তন নিয়ে নেমেছে প্রোটিয়ারা।

রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার এ লড়াই শুরু হয়েছে।  ভারতের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে এসেছিলেন শিখর ধাওয়ান ও রোহিত শর্মা।

চোকার প্রোটিয়ারা এর আগের প্রতিবারের বিশ্বকাপের দেখায় ভারতকে কাঁদালেও এবার হাসতে চায় মহেন্দ্র সিং ধোনির দল। অবশ্য, দু’দলই নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষকে হারিয়ে উড়ছে।

শিরোপা নিজেদের ঘরেই রেখে দিতে বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে পা রেখেছে। অপর দিকে চোকার তকমা ঘোচাতে এবার অদম্য এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বে এসেছে দুরন্ত দক্ষিণ আফ্রিকা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top