সকল মেনু

সহিংসতা বন্ধের আহ্বান জন কেরির

দেশে চলমান সহিংসতা বন্ধে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

ওয়াশিংটনে শুক্রবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। বাংলাদেশের সাধারণ জনগণের ওপর হামলা এবং রাজনৈতিক মত প্রকাশে বাধা দুটোই অগণতান্ত্রিক বলে মন্তব্য করেন তিনি।
এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয়বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা বিশাল দেশাইও উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, শ্রমিকদের অবস্থা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের আহ্বানে গত ৬ জানুয়ারি থেকে সারাদেশে টানা অবরোধ চলে আসছে। এরমধ্যে বিরতি ‍দিয়ে চলছে হরতাল। হরতাল-অবরোধের মধ্যে পেট্রোল বোমা হামলাসহ বিভিন্ন সহিংসতায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে কয়েকশত মানুষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top