সকল মেনু

বনভোজন না করে পেট্রোল বোমায় দগ্ধদের টাকা দান

রংপুর ব্যুরো : কারমাইকেল কলেজের শিক্ষকরা বার্ষিক বনভোজন না করে সে টাকা দান করলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধিন পেট্রোল বোমায় দগ্ধ রোগিদের। কারমাইকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক বিনতে হুসাইন নাসরিন বানুর নেতৃত্বে শিক্ষকরা হাসপাতালে গিয়ে রোগিদের হাতে এ অর্থ তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, কারমাইকেল কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মুহম্মদ সুজন-শাহ-ই-ফজলুল, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবদুর রাজ্জাক, ব্যবস্থাপনা বিভাগের সহযোগি অধ্যাপক নাসরিন সুলতানা, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, হাসপাতালে উপ-পরিচালক ডা. আবদুল কাদের খান, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. মারুফুল ইসলাম প্রমুখ। শিক্ষকরা দগ্ধদের ৫০ হাজার টাকা প্রদান করেন। তারা বলেন, এভাবে সমাজের বিবেকবান লোকজন এগিয়ে এলে অসহায় দগ্ধদের আর অসহায়ত্ব থাকবে না। তারা আরো বলেন, সমাজের সবাইকে এভাবে অসহায় লোকদের পাশে এগিয়ে আসা উচিত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top