সকল মেনু

মিয়ানমারে সামরিক বাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর

মিয়ানমারে সামরিক বাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরআন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের কোক্যাং প্রদেশে সংখ্যালঘু আদিবাসী বিদ্রোহীদের সঙ্গে সেনাদের সংঘর্ষের জেরে জরুরি অবস্থা জারি করে সামরিক বাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন।

সেইসঙ্গে, অঞ্চলটিতে জারি করা হয়েছে তিন মাসের জরুরি অবস্থা। দীর্ঘ পাঁচ বছর পর বিদ্রোহী নেতা ফোন কিয়া শিনের দেশে ফেরাকে কেন্দ্র করে অঞ্চলটিতে শুরু হয় সহিংস সংঘর্ষ।

এ ঘটনায় ঘর ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে বাধ্য হয় দশ হাজারেরও বেশি মানুষ। চীনা গণমাধ্যম জানায়, গত এক সপ্তাহে সীমান্ত অতিক্রম করে চীনে প্রবেশ করেছে প্রায় ৩০ হাজার শরণার্থী।

গত ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সেনা ও সংখ্যালঘু আদিবাসী বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত নিহত হয়েছেন অর্ধশতাধিক সেনা সদস্য ও ২৬ জন বিদ্রোহী।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top