সকল মেনু

ট্রাইব্যুনালের হাজতখানায় সুবহান, নিরাপত্তা জোরদার

ট্রাইব্যুনালের হাজতখানায় সুবহান, নিরাপত্তা জোরদারনিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নায়েবে আমির আবদুস সুবহানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়েছে।

বুধবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে তাকে জেলগেট থেকে ট্রাইব্যুনালে আনা হয়।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, অপহরণ, আটক, নির্যাতন ও লুটপাটের মতো মানবতাবিরোধী অপরাধের নয়টি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস সুবহানের যুদ্ধাপরাধ মামলার রায় ঘিরে জোরদার করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা।

যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আদালত এলাকায় পুলিশ প্রস্তুত রয়েছে বলে শাহবাগ পুলিশের পরিদর্শক (পেট্রোল) শহীদুল ইসলাম জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, বুধবার ভোর থেকেই বিপুল সংখ্যক পুলিশ ট্রাইব্যুনাল এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।

আদালত এলাকায় পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে আছেন র‌্যাব সদস্যরাও। ট্রাইব্যুনালের বিভিন্ন প্রবেশপথে তারা অবস্থান নিয়েছেন।

সবাইকে তল্লাশি চালিয়ে ট্রাইব্যুনাল এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে। কিছু এলাকায় যান চালাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে।

বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সকাল ১০টার পর এ মামলার রায় ঘোষণা করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top