সকল মেনু

সাতক্ষীরায় পুলিশের গুলিতে এক ব্যক্তি আহত

সাতক্ষীরাসাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় পুলিশের গুলিতে শহীদুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে সাতক্ষীরা জেলা শহরের পুরাতন সাতক্ষীরার রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শহীদুল ইসলাম শহরের রসুলপুর পশ্চিমপাড়া এলাকার আকবার আলীর ছেলে।
পুলিশের দাবি, শহীদুল ইসলাম আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পুরাতন সাতক্ষীরার পল্লী মঙ্গল স্কুল এন্ড কলেজের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল শহীদুলসহ তার সহযোগীরা। খবর পেয়ে অভিযান চালালে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও দুইটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। এক পর্যায়ে পুলিশও গুলিবর্ষণ করলে রামচন্দ্রপুর ফাঁকা মাঠের মধ্য দিয়ে পালিয়ে যায় ডাকাতেরা। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় শহীদুল ইসলামকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে পুলিশ। ঘটনাস্থল থেকে ১টি রাম দা, ১টি ধারালো ছোরা, ১টি শর্ট গানের গুলির খোসা ও বোমার অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা (এসআই) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য শহীদুল ইসলামের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের দুটিসহ ১০টি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তবে, শহীদুল ইসলামের বাবা আকবার আলী জানান, পুলিশ সোমবার সাতক্ষীরা জজ কোর্টের মধ্য থেকে শহীদুলকে ধরে নিয়ে যায়। পরে রাতে তার দুই পায়ে গুলি করেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top