সকল মেনু

জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারিআন্তর্জাতক ডেস্ক : জাপানের উত্তারাঞ্চলীয় এলাকায় ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সুনামি সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া দপ্তর।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, স্থানীয় সময় ভোর ৮টার দিকে উত্তরাঞ্চলীয় হোনশু দ্বীপের কাছে আঘাত হানে এ ভূমিকম্প। এরই মধ্যে মিয়াকো এবং কুজি দ্বীপে ছোট আকারের সুনামির খবর পাওয়া গেছে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর। উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরে যেতে বলা হয়েছে।

রাজধানী টোকিও থেকে ৬৯০ কিলোমিটার দূরে আঘাত হানা এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top