সকল মেনু

ঝিনাইদহে কথিত বন্দুকযুদ্ধে ‘চরমপন্থী’ নিহত

47544নিজস্ব প্রতিবেদক : জেলার সদর উপজেলায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রবিউল ইসলাম ওরফে ছোট তারেক (৩৫) নামে এক বযুবক নিহত হয়েছেন।
র‌্যাবের দাবি নিহত রবিউল নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন বিপ্লবী কমিউনিস্ট পার্টির (হক গ্রুপ) আঞ্চলিক নেতা ছিলেন।
মঙ্গলবার ভোররাতে চুটলিয়ামোড় এলাকায় এ ঘটনা ঘটে। এসময় র‌্যাব অস্ত্র, গুলি ও পেট্রোল বোমা উদ্ধার করেছে বলে দাবি করেছে।
নিহত তারেক বিষয়খালী বাজার এলাকার দলিল উদ্দিনের ছেলে।
র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নিয়াজ মোহাম্মদ ফয়সাল জানান, সোমবার রাতে বিষয়খালী বাজার এলাকা থেকে তারেককে আটক করা হয়। পরে মঙ্গলবার ভোররাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে চুটলিয়া মোড় এলাকায় গেলে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। র‌্যাবও পাল্টা গুলি চালালে তারেক গুলিবিদ্ধ হয়।
পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় র‌্যাবের দুই সদস্য আহত হয় বলে দাবি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে ২টি পিস্তল, ২টি রিভলবার, ২টি শাটারগান, ১০ রাউন্ড গুলি ও ৬টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে র‌্যাব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top