সকল মেনু

মাঠ পর্যায়ে আর্থিক ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত মন্ত্রিসভায়

মাঠ পর্যায়ে আর্থিক ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত মন্ত্রিসভায়নিজস্ব প্রতিবেদক : উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আর্থিক ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

তবে এ বিষয়ে মন্ত্রিসভা কমিটির ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যয়সীমা অপরিবর্তিত রয়েছে। উন্নয়ন প্রকল্পে মালামাল ক্রয় সংক্রান্ত ক্ষেত্রে ব্যয় সীমা যদি ৫০ কোটি টাকার বেশি হয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদনের প্রয়োজন হবে।

এছাড়া, ২০১৪ সালে মন্ত্রিসভায় অনুমোদন হওয়া বাংলাদেশ রেলওয়ে বোর্ড রহিতকরণ আইন বাতিলের সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার বৈঠকে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top