সকল মেনু

ক্যারিবীয়দের ৩০৫ রানের টার্গেটে ব্যাট করছে আয়ারল্যান্ড

ব্যাট করছে আয়ারল্যান্ডক্রিড়া প্রতিবেদক : সোমবার পুল বি এর ম্যাচে নিউজিল্যান্ডের নেলসনে মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।  বাংলাদেশ সময় ভোর ৪টার শুরু হওয়া এ ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ।  শুরুর দিকে হোঁচট খেলেও সিমন্স-স্যামির কল্যাণে আয়ারল্যান্ডকে ৩০৫ রানের টার্গেট দিয়েছে ক্যারিবীয়রা।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ড ২৭ ওভারে ১ উইকেটে ১৭১ রান সংগ্রহ করেছে।  ওয়েস্ট ইন্ডিজের পক্ষে গেইল পোর্টারফিল্ডকে উইকেটের পেছনে রামদিনের ক্যাচ বানিয়ে ফেরান।

এর আগে, ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান সংগ্রহ করে।  লেন্ডল সিমন্সের ব্যাটে চড়েই শুরুতে হোঁচট খাওয়া ক্যারিবীয়দের বড় সংগ্রহ অর্জনটা সম্ভব হয়েছে।  সিমন্স ৮৪ বলে ১০২ রান করেছেন।  এছাড়া, ড্যারেন স্যামি ৬৭ বলে ৮৯ রান করে দলের বড় সংগ্রহে অবদান রাখেন।

আয়ারল্যান্ডের ডকরেল ১০ ওভারে ৫০ রান দিয়ে ও. ইন্ডিজের ৩ উইকেট তুলে নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top