সকল মেনু

চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জয় দেখছে ভারত

জয় দেখছে ভারতক্রিড়া প্রতিবেদক : এবার, উইকেটের খাতা খুললেন মোহিত শর্মা।  ৪৩তম ওভারে ইয়াসির শাহকে যাদভের তালুবন্দী করে প্যাভেলিয়নে ফিরিয়েছেন তিনি।

এর আগে, ৩৫তম ওভারে সামির জোড়া আঘাতে সাজঘরে ফিরে গেছেন বুম বুম আফ্রিদি ও ওয়াহাব রিয়াজ।  ওভারের প্রথম বলেই ফুলটস পেয়ে কিছুটা মারমুখী ঢংয়ে ব্যাট চালান আফ্রিদি, এক্সট্রা কাভারে দৌড়ে গিয়ে বল তালুবন্দী করেন বিরাট কোহলি।  এরপর ২ বল পরেই ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন ওয়াহাব রিয়াজও।

অন্যদিকে, যাদভ ও অশ্বিনের জোড়া উইকেটে ভেঙ্গে যায় পাকিস্তান ব্যাটিংয়ের মেরুদণ্ড।  শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তান ৪৩ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করেছে।  মিসবাহ ৬৪ রানে অপরাজিত আছেন।

পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে অপরাজিত থাকতে এ ম্যাচেও জয় চাই ভারতের।  সেক্ষেত্রে ৩০০ রানের আগেই চিরপ্রতিদ্বন্দ্বীদের থামিয়ে দিতে হবে তাদের।

রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভাল ময়দানে শুরু হয় ভারত-পাকিস্তানের এ ক্রিকেটীয় মহাযুদ্ধ।  ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top