সকল মেনু

টসে হেরে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা

টসে হেরে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকাক্রিড়া প্রতিবেদক : আইসিসি বিশ্বকাপ ২০১৫ এর তৃতীয় ম্যাচে পুল বি এর খেলায় রোববার বাংলাদেশ সময় ৭টায় মাঠে নেমেছে আফ্রিকার দুই প্রতিবেশী দেশ দ. আফ্রিকা-জিম্বাবুয়ে। টসে জিতে দ. আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে।

ব্যাটিংয়ে নেমে চাতারা ও পানিয়াঙ্গারার নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে দ. আফ্রিকা।  দলীয় ১০ রানে ডি কক ও ২১ রানে হাশিম আমলার উইকেট হারিয়ে তুলনামূলক দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে রানের জন্য ধুঁকতে থাকে তারা। এরপর, দলীয় ৬৭ রানে ডু প্লেসিস ও ৮৩ রানে ডি ভিলিয়ার্স সাজঘরে ফেরেন। ডু প্লেসিস ২৪ ও ডি. ভিলিয়ার্স ২৫ রান করেন। চাতারা, পানিয়াঙ্গারা, চিগুম্বুরা ও কামুঙ্গজি ১টি করে উইকেট নিয়েছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত দ. আফ্রিকা ৩৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫১ রান করেছে। মিলার ৩৬ ও ডুমিনি ৪০ রানে ব্যাট করছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top