সকল মেনু

শাহজালাল বিমানবন্দরে সোনা ও জাল মুদ্রাসহ আটক ২

শাহজালাল বিমানবন্দরে সোনা ও জাল মুদ্রাসহ আটক ২নিজস্ব প্রতিবেদক : স্বর্ণ চোরাচালানের অভিযোগে পাকিস্তান থেকে আসা এক বাংলাদেশি নাগরিকসহ পাকিস্তান ইন্টারন্যাশন্যাল এয়ারওয়েসের এক কর্মচারীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

শনিবার দুপুরে ৫০০ গ্রাম সোনা ও ভারতীয় জাল মুদ্রাসহ এ ঘটনায় ২ জনকে আটক করা হয়। রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ ব্রিফিংয়ে গত ২৪ ঘণ্টায় এ দু’জন ছাড়াও জাল পাসপোর্টসহ ৩ পাকিস্তানি নাগরিককে আটক করে ফেরত পাঠানো হয়েছে বলে জানায় বিমানবন্দর কাস্টমস।

এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনানুগ প্রক্রিয়া চলছে। এ সময় কাস্টমস কর্তৃপক্ষ অভিযোগ করে, পাকিস্তান থেকে আসা ভারতীয় জাল মুদ্রা তৈরিতে সেই দেশের অর্থ প্রস্তুতকারী সংস্থা বা প্রতিষ্ঠানের যোগসাজশ রয়েছে।

কাস্টমসের যুগ্ম-কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন বলেন, ‘বিভিন্ন সময়ে যে চোরাচালানগুলো হয়েছে সেগুলোর সাথে আটককৃতদের একটি যোগসূত্র আমরা খুঁজে পেয়েছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top