সকল মেনু

৫০০ মিলিয়ন ডলারের ইডিএফ করার ঘোষণা

বাংলাদেশ ব্যাংকনিজস্ব প্রতিবেদক : ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

শনিবার দুপুরে রাজধানীর বনানীতে পিআরআই কার্যালয়ে এক সেমিনারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এ ঘোষণা দেন।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ‌ইসস্টিটিউটের  (পিআরআই) উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বাংলাদেশ ব্যাংক ড. আতিউর রহমান বলেন, ৫০০ মিলিয়ন ডলারের রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) করা হবে। যারা পরিবেশবান্ধব খাতে বিনিয়োগ করতে চান তারা এ তহবিল থেকে সহায়তা পাবেন।

‘তৈরি পোশাক শিল্প ও চামড়া খাতের বিনিয়োগকারীরাও এ সহায়তা পাবেন’—যোগ করেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top