সকল মেনু

৬ ঘণ্টার ব্যবধানে শাহজালালে প্রায় দেড় কোটি রুপি আটক

রুপি আটকনিজস্ব প্রতবেদক : মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ১ কোটি ৩০ লাখ ভারতীয় রুপি আটক করেছে বিমানবন্দর কাস্টমস।

শুক্রবার দুপুর ১ টায় তুরস্ক থেকে আসা একটি ফ্লাইট ও রাত আট টায় দুবাই থেকে আসা অপর একটি ফ্লাইট থেকে দু’দফায় মোট ১ কোটি ৩০ লাখ রুপি পরিত্যক্ত অবস্থায় আটক করা হয় বলে শনিবার জানায় কাস্টমস কর্তৃপক্ষ।

এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিমানবন্দর কাস্টমস। এ নিয়ে ২৪ ঘণ্টায় ২ কোটি ৩০ লাখ ভারতীয় রুপি আটক করেছে বিমানবন্দর কাস্টমস। তবে এ বিপুল পরিমাণ কাগজি রুপি জাল কিনা তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মামলা করে তদন্ত করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top