সকল মেনু

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

82862_6587নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘চট্টলা এঙপ্রেস’ ট্রেনের ইঞ্জিন ও দু’টি বগি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত পৌনে ৯টার দিকে উদ্ধার কাজ শেষ হয়। এতে রাত ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মহিদুর রহমান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে, বিকাল সাড়ে ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ২/৩শ গজ দূরে পুনিয়াউট রেলগেট সংলগ্ন এলাকায় ইঞ্জিন ও এর সংলগ্ন অপর দু’টি বগি লাইনচ্যুত হয়। ঘটনার পর আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top