সকল মেনু

পাকিস্তানে বোমা হামলায় নিহত ১৯, আহত অর্ধশতাধিক

পাকিস্তানে বোমা হামলায়আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদ চত্বরে গুলি ও বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। এছাড়াও, আহত হয়েছেন অর্ধশতাধিক। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান।

আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানায়, আত্মঘাতী হামলাকারীরা জুমার নামাজের সময় পেশোয়ারের হায়াতাবাদ এলাকার একটি ইমামবার্গা মসজিদে প্রবেশ করে গুলি ও বোমার বিস্ফোরণ ঘটায়। মসজিদের ভেতর পরপর তিনটি বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে।

হামলার পরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এরইমধ্যে পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের সমন্বয়ে যৌথবাহিনীর উদ্ধার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এ ঘটনার পর পেশোয়ারে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। সেই সঙ্গে, তিনদিনের শোক ঘোষণা করেছে মুত্তাহিদা মাজলিস ওয়াহদাতুল মুসলিমিন-এমডব্লিউএম।

দু’সপ্তাহ আগে সিন্ধু প্রদেশের একটি শিয়া মসজিদে একই ধরনের হামলায় অন্তত ৬০ জন নিহত হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top