সকল মেনু

সমাধানে সুশীল সমাজ নয়, রাজনীতিবিদদেরই করতে হবে…..রংপুরে এরশাদ

 ইকবাল হোসেন, রংপুর : সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, অবরোধ আর হরতাল জনগনের কল্যানে নয়, নিজেদের কল্যাণে । ক্ষমতায় যাওয়ার জন্য মানুষকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারা হচ্ছে ,  দেশে এখন ক্লান্তিকাল চলছে। এর সমাধান সুশীল সমাজ নয়, রাজনীতিবিদদেরই করতে হবে। দেশ স্বাধীন করেছে রাজনীতিবিদরা তারাই এর সমাধান করতে পারবে। বৃহস্পতিবার তিনদিনের সফরে রংপুরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এরশাদ বলেন, হরতাল আর অবরোধের নামে যানবাহনে পেট্রোল দিয়ে যেভাবে শিশু নারীসহ সাধারন মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। এমন রাজনীতি আমি কখনও দেখিনি। মানুষ পুড়িয়ে কখনও ক্ষমতায় যাওয়া যায় না। বর্তমানে রাজনীতিবিদরা আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারার যে নৃশংসতা শুরু করেছে, তাতে ভবিষ্যত  প্রজন্ম তাদের কথা মনে রাখবে না, ক্ষমা করবে না। কিন্তু এখনও মানুষ শহীদ সোহরাওয়াদী, একেএম ফজলুল হকসহ অনেক রাজনীতিবিদদের কথা মনে রেখেছে তাদের কথা স্মরণ করছে। কারণ তারা ভাল কাজ করেছেন। জাপা চেয়ারম্যান বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য হরতাল অবরোধ দিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করা হচ্ছে। এভাবে দেশ বেশিদিন চলতে পারে না। এর একটা পরিবর্তন দরকার। সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, রাজনৈতিকদলগুলো ভোটের সময় জনগনের কাজে গিয়ে ভোট ভিক্ষা চায়। আর জনগন এখন রাজনীতিবিদদের কাছে হাতজোড় করে এ অবস্থা থেকে উত্তোরন চায়। জনগন হরতাল অবরোধ আর মানুষ পোড়ানোর রাজনীতি দেখতে চায় না।  তিনি বলেন, মানুষ দুদলের কার্যক্রমে অতিষ্ট। তাদেরকে আর ক্ষমতায় দেখতে চায় না। তারা চায় জাতীয় পার্টিকে। জাতীয় পার্টি দলগোছানোর কাজ শুরু করেছে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আর সে লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। এরশাদ আরো বলেন, এখন দেশে যা চলতে তা কি গণতন্ত্র ? আমি ক্ষমতায় থাকাকালে নুর হোসেন গুলিতে নিহত হয়েছিল, আমি ক্ষমতা ছেড়ে দেই। কিন্তু এরপর অঅমাকে নির্বাচন করতে দেওয়া হয়নি। জেলে ঢোকানো হয়েছে। দেশে জরুরি অবস্থা আসছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, দেশে জরুরি অবস্থা জারির কোন সম্ভাবনা নেই। সে পরিস্থিতিও এখনও সৃষ্টি হয়নি। তিনি হরতাল অবরোধকারিদের  উদ্দেশ্যে বলেন, পরীক্ষায় সময় তা পরিহার করা উচিত। তা না হলে নতুন প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। মতবিনিশয় সভায়  অন্যান্যের মধ্যে উপস্থিথ ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন মাষ্টার, মহানগর আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াছির প্রমুখ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top