সকল মেনু

নীলফামারীতে জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নীলফামারীমো. আমিরুজ্জামান, নীলফামারী প্রতিনিধ : জেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা গতকাল বুধবার নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। দুটি বিভাগে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় শিক্ষক পর্যায়ে ডিমলা উপজেলার জটুয়াখাতা উচ্চ বিদ্যালয় এবং শিক্ষার্থী পর্যায়ে জলঢাকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়। বিকেলে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে ক্রেষ্ট তুলে দেন। ব্রৗাক জেলা প্রতিনিধি রইস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নূর মো. আনিছুল ইসলাম চৌধুরী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম নূরুল আমিন শাহ প্রমুখ। ‘কর্মক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীরাই অধিক দায়িত্বশীল’- বিষয়ক বিতর্কে শিক্ষক পর্যায়ে নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও ডিমলা উপজেলার জটুয়াখাতা উচ্চ বিদ্যালয় এবং ‘স্বাস্থ্য জ্ঞানের অভাবেই মাতৃমৃত্যুর প্রধান কারণ- বিষয়ক বিতর্কে শিক্ষার্থী পর্যায়ে নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ উচ্চ বিদ্যালয় ও জলঢাকা উপজেলার জলঢাকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top