সকল মেনু

জমজ ভ্রুণ নবজাতকের গর্ভে!

 আন্তর্জাতিক ডেস্ক ঢাকা: চীনে একটি মেয়ে শিশুর জন্ম হয়েছে যার নিজেরই গর্ভে রয়েছে জমজ দুটি সন্তান। জন্মের আগেই চিকিৎসকরা স্ক্যান করে দেখেছেন শিশুটির গর্ভাশয়ে দুটি বাচ্চা রয়েছে, যা প্রাথমিকভাবে চিকিৎসকরা টিউমার হিসেবেই ধরে নিয়েছিলেন। হংকং মেডিকেল জার্নাল এ খবর জানিয়েছে। জার্নালের খবরে আরও জানা যায়, জন্মের পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ দিন পর নতুন করে স্ক্যান করলে জানা যায় ও দুটি আসলে ভ্রুণ। দুটি ভ্রুণই পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে এমনকি মস্তিষ্কের টিস্যুও তৈরি হচ্ছে। এমতাবস্থায় চিকিৎসকরা দ্রুত অস্ত্রপোচার করে শিশুটির গর্ভ থেকে ভ্রুণ দুটি বের করে আনেন। এতে শিশুটি সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ে।  জমজ ভ্রুণের এমন ঘটনা এ পর্যন্ত ২০০টি রেকর্ড করা হয়েছে বলেও জার্নালটি জানায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top