সকল মেনু

১০ শিশুসহ ৩২ জনের মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের একটি টিম পাঠনো হয়েছে

 সিনিয়র করেসপন্ডেন্ট,হটনিউজ২৪বিডি.কম, ঢাকা: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ শিশুসহ ৩২ জনের মৃত্যুর ঘটনা ‘অস্বাভাবিক নয়’ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী মো. জাহিদ মালিক। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওই মৃত্যুর ঘটনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সদস্যের প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখতে ঢাকা থেকে ৩  একটি টিম পাঠনো হয়েছে। এই টিমের নেতৃত্বে রয়েছেন একজন যুগ্ম সচিব। আগামী ৭ দিনের মধ্যে বিষয়টি খতিয়ে দেখে একটি প্রতিবেদন পেশ করবে কমিটি।’ প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করবো এ বিষয়ে আরো বিস্তারিত জানতে। শুনেছি ৩২ জন মারা গেছে।’ তিনি বলেন, ‘মারামারিতে গুরুতর আহত হয়ে ৫ জন মারা গেছে। শীতজনিত কারণে আরো কিছু শিশু মারা গেছে। এছাড়া নরমালি প্রতিদিনই ৫ থেকে ৬ জন শিশু মারা যায়। তবে এক্ষেত্রে প্রয়োজনীয় যে সব ব্যবস্থা নেয়ার তা আমরা নেবো।’

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দ্বীন মোহাম্মদ নুরুল হক বলেন, ‘হরতালের কারণে অনেক রোগী সময় মতো হাসপাতালে আসতে পারেন না। তাই এটা এমন অস্বাভাবিক ঘটনা না।’

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ নবজাতক ও পাঁচ শিশুসহ ৩২ জনের মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন রোগ ও ঠাণ্ডাজনিত কারণে এসব শিশুর মৃত্যু হয়েছে। এর জন্য চিকিৎসকরা দায়ী নন। তবে মৃত রোগীদের স্বজনদের অভিযোগ, চিকিৎসকদের ভুল চিকিৎসা এবং গাফিলতির কারণেই শিশুদের মৃত্যু হয়েছে।

এ ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top