সকল মেনু

গাইবান্ধায় পেট্রোল বোমায় দগ্ধ আরো একজনের মৃত্যু

 রংপুর ব্যুরো: দুদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন গাইবান্ধায় পেট্রোল বোমায় দগ্ধ আবুল কালাম আজাদ। রোববার বেলা ৩ টায় তিনি মারা যান বলে জানান রংপুর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. মারুফুল ইসলাম। তিনি জানান, পেট্রোল বোমার আগুনে আজাদের মুখ শ্বাসনালীসহ শরীরের ৬০ ভাগ পুড়ে গিয়েছিল। শুক্রবার রাতে গাইবান্ধায় বাসে পেট্রোল বোমায় দগ্ধ হয়ে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। আবুল কালাম আজাদ(৪৮) দিনমজুর ছিলেন। তিনি গাইবান্ধা থেকে ঢাকায় যাচ্ছিলেন কাজের সন্ধানে। তার বাবার নাম আবদুল গফুর। গাইবান্ধার চন্ডিপুর কামারেরভিটা এলাকার তার বাড়ি। বাসে পেট্রোল বোমার ঘটনায় এ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন ১৮ জন । এরমধ্যে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধিন রয়েছেন ৪ জন। এরআগে শুক্রবার রাতে বাসে পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ৪ জন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় মা ছেলেসহ তিনজন। এনিয়ে গাইবান্ধায় বাসে পেট্রোল বোমায় মৃত্যের সংখ্যা দাড়ানো ৮ জনে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top