সকল মেনু

‘দেশকে তালেবানি রাষ্ট্র হতে দিতে পারি না’

40415_1নিজস্ব প্রতিবেদক : চলমান আন্দোলন প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘আমার স্বাধীন ও গণতান্ত্রিক দেশের মানুষ। এখন যে আন্দোলন চলছে তা রাজনৈতিক নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড।’

তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দলের ভিন্নমত থাকতে পারে। আন্দোলন হতে পারে। পুলিশ তাতে নিরাপত্তা দেবে। কিন্তু যারা নাশকতা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। কারণ দেশকে আমরা জঙ্গি ও তালেবানি রাষ্ট্র হতে দিতে পারি না।’
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দফতরের সভাকক্ষে শুক্রবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘যারা মানুষ পুড়িয়ে মারে তাদের বিরুদ্ধে পুলিশের পাশাপাশি জনগণকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে। নাশকতাকারীদের ধরিয়ে দিলে পুরস্কৃত করা হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘জনগণের সঙ্গে মিলেমিশে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে। এ জন্য কমিউনিটি পুলিশকে গতিশীল করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শামসুদ্দিন, র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম প্রমুখ।
এর আগে আইজিপি রাজশাহী রেঞ্জের আওতাধীন জেলাগুলোর পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করেন। পরে নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top