সকল মেনু

সৌদি প্রতিনিধিদল আসছে রোববার

40358_1নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি সই করতে ৩ দিনের সফরে রোববার ঢাকায় আসছেন ১৭ সদস্যের একটি সৌদি প্রতিনিধিদল।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) মোশাররফ হোসেন শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে দূতাবাসের কাউন্সিলর (শ্রম) সারওয়ার আলম বলেন, ১৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সৌদি শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী ড. আহমেদ আল ফাহাইদ।

প্রতিনিধিদলটি বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সহ সরকারের শ্রম সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান সারওয়ার আলম।
বৈঠকে বাংলাদেশ থেকে জনশক্তি আমদানির বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন এবং দ্রুততম সময়ের মধ্যে কিভাবে জনশক্তি নেয়া যায় এব্যাপারে করণীয় নির্ধারণ করবেন বলেও জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top