সকল মেনু

হজ নিবন্ধনের সময় বাড়ল

হজনিজস্ব প্রতিবেদক : হজযাত্রী নিবন্ধনের সময় ২১ দিন বাড়িয়ে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। আগের সিদ্ধান্ত অনুযায়ী ৫ ফেব্রুয়ারি নিবন্ধনের শেষ দিন ছিল।

বৃহস্পতিবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় একটি আদেশ জারি করে এ সিদ্ধান্ত ঘোষণা করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে হজযাত্রী নিবন্ধনের সময় ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে তার আগে হজযাত্রীর জন্য নির্ধারিত কোটা পূরণ হলে আর নিবন্ধন করা যাবে না।

হজ এজেন্সি সমিতি হাব’র পক্ষ থেকে সময় বাড়ানোর দাবি জানানো হলে এ সময় বাড়ানো হয়েছে বলে জানা গেছে।

ধর্মসচিব বলেন, ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হলেও এর আগেই হজযাত্রীর কোটা পূরণ হয়ে গেলে বর্ধিত পুরো মেয়াদ কার্যকর হবে না।

সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় এবার বাংলাদেশ থেকে এক লাখ এক হাজার ৭৫৮ জন হজ করতে পারবেন।

এর মধ্যে সরকারিভাবে ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজের সুযোগ পাবেন।

সরকারি ব্যবস্থাপনায় এবার হজযাত্রীদের পাঠানো হচ্ছে দুটি প্যাকেজের আওতায়, যা

গত ৮ ডিসেম্বর মন্ত্রিসভা অনুমোদন করে।

এর মধ্যে প্যাকেজ-১ এর আওতায় ব্যয় হবে ৩ লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা। আর প্যাকেজ-২ এ খরচ পড়বে ২ লাখ ৯৬ হাজার ২০৬ টাকা।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৫১ হাজার ৬৯০ টাকা ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮ হাজার ৩৩১ টাকা দিয়ে নিবন্ধন করা যাবে। বাকি টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে।

সৌদি আরব সরকারের ইলেকট্রনিক ব্যবস্থাপনার কারণে এবার আগে থেকেই হজের টাকা জমা নেওয়া হচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ জিলহ্জ) হজ হতে পারে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top