সকল মেনু

ওসিসহ তিন পুলিশের অভিযোগ তদন্তের নির্দেশ

 আদালত প্রতিবেদক,হটনিউজ২৪বিডি.কম,ঢাকা: সাংবাদিক নির্যাতনের অভিযোগে রাজধানীর রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ তিন পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাদী হয়ে এই মামলা করেন ইংরেজি দৈনিক পত্রিকা নিউ এইজের সাংবাদিক নাজমুল হুদা সুমন। পরে বাদীর জবান বন্দি গ্রহণ করে ঢাকা মহানগর হাকিম মোহাম্মাদ আনোয়ার ছাদাত মামলার ঘটনা তদন্ত করে আগামী ১১ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেন। এবিষয়ে বাদীর আইনজীবী মো. রবিউল ইসলাম রবি সাংবাদিকদের জানান, আদালত আদেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নয় এমন পর্যায়ের কর্মকর্তাকে দিয়ে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় রমনা থানার ওসি, ওসি তদন্ত ও এসআই মেহেদী হাসান সুমনসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগ করা হয়, গত ১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে নাজমুল হুদা সুমন তার বন্ধু খায়রুজ্জামান শুভকে নিয়ে মোটরসাইকেলযোগে কাকরাইলের রাজমনি সিনেমা হলের সামনে এলে ট্রাফিক পুলিশ তাদের থামায়। পরে দুইজন মটরসাইকেলে ওঠা নিষিদ্ধ জিজ্ঞেস করে কারণ জানতে চাইলে সুমন নিজেকে সাংবাদিক পরিচয় দেন। সাংবাদিক পরিচয় পেয়েই ঘটনাস্থলে উপস্থিত এসআই মেহেদী হাসান সুমন বাদী ও তার বন্ধুকে বেধড়ক মারধর শুরু করেন। এরপরে তাদের রমনা থানায় নিয়ে আসলে ওসি ও ওসি তদন্তের নির্দেশে ৮/১০ জন পুলিশ মিলে আবার মারধর করে দুজনকেই গুরুতর আহত ও জখম করে। এরপর এসআই সুমন একটি রেকর্ডার এনে বাদী ও তার বন্ধুকে পাবলিক পিটিয়েছে মর্মে জোর করে স্বীকারোক্তি রেকর্ড করেন। পরে পুলিশ তাদের ছেড়ে দিলে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top