সকল মেনু

চাঁদপুরে শিক্ষাবৃত্তি প্রদান

 নিজস্ব বার্তা পরিবেশক, চাঁদপুর: চাঁদপুরের মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন ১৫ হাজার টাকা করে বৃত্তি দেয়া হয়েছে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের মাঝে সোনালী ব্যাংক চাঁদপুর শাখা এই বৃত্তি প্রদান করে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে চাঁদপুর শাখা মিলনায়তনে সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো.মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ এম এ মতিন মিয়া। এ সময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, ব্যাংকের এসিস্টেন্ট ম্যানেজার সুলতান খান,শিক্ষার্থী আসমা আক্তার ও শরীফুল ইসলাম। সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মো.মোরশেদ আলম বলেন,ব্যাংকিং অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে ২০১০ সাল থেকে সারাদেশে ১২০০ শিক্ষার্থীকে এককালীন  ১কোটি ৮০ লাখ টাকা বৃত্তি দিয়ে আসছেন। অনলাইনে আবেদনের মধ্যে চাঁদপুরেও এবার ১৮জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top