সকল মেনু

‘নিরাপত্তার অভাবে আদালতে যাবেন না বেগম জিয়া’

খালেদা+জিয়া+নিজস্ব প্রতিবেদক : সার্বিক নিরাপত্তার কারণ দেখিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ আদালতে হাজির হবেন না বলে জানিয়েছেন তার আইনজীবী। বকশিবাজার স্থাপিত বিশেষ আদালতে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়।

বেগম জিয়ার হাজির হওয়ার দিন ধার্য করা হয়। এর আগে ১৫ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের তারিখ থাকলেও তিনি আদালতে আসেননি। তার অনুপস্থিতিতেই সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

এদিকে বেগম জিয়া উপস্থিতির কথা বিবেচনায় রেখে আদালতকে ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নিজ কার্যালয়ে অবস্থানের পাশাপাশি নিরাপত্তার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি বলে তার আইনজীবীরা আদালতকে অবহিত করেন।

এ কারণে সময় চেয়ে সাক্ষ্যগ্রহণ মূলতবির আবেদন জানান তারা। উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে আদালত বেগম জিয়ার অনুপস্থিতেই সাক্ষ্যগ্রহণ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top