সকল মেনু

‘কি করে লাঘব হবে দগ্ধ সন্তানের মায়ের কষ্ট’

প্রধানমন্ত্রীনিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসুস্থ সন্তানের মৃত্যুতে শোকাহত মাকে যদি ইনজেকশন দিতে হয় তাহলে পেট্রোল বোমায় দগ্ধ সন্তানের মায়ের কষ্ট লাঘব হবে কিভাবে।

বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপি নেত্রীর প্রতি তিনি এ প্রশ্ন ছুঁড়ে দেন। সহিংস রাজনীতি থেকে বেগম জিয়া এবার সরে আসবেন বলেও আশা করেন তিনি।

এ সময় তিনি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের চলমান আন্দোলনের সমালোচনা করে আরও বলেন, ‘তার (খালেদা) ছেলে মারা গেছে। তিনি ছেলে হারানোর ব্যথা উপলব্ধি করছেন। আমি আশা করি আগামী সময়ে তিনি আর সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে কোনো মায়ের বুক খালি করবেন না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত যেভাবে মানুষ পুড়িয়ে মারছে, নাশকতা চালাচ্ছে- এ ধরনের জঘন্য কাজ আর সহ্য করা যায় না।’

এছাড়াও প্রধানমন্ত্রী আইনবিভাগের সমন্বয় বিষয়ে বলেন, ‘আইনসভা, বিচারবিভাগ এবং প্রশাসনের সমন্বয় থাকা দরকার, কিন্তু এখানে যদি এই নিয়মগুলো না মেনে কেউ ইচ্ছেমত একটা ঘোষণা দিয়ে দেন তবে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জেলা জজদের যদি সচিব মর্যাদার করে দেয়া হয় তবে আরও উচ্চ আদালতের যারা আছেন তারা কোন মর্যাদায় যাবেন, তাহলে যেতে যেতেতো তারা রাষ্ট্রপতির উপরেই চলে যাবেন।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top