সকল মেনু

কোকোর জানাজা সম্পন্ন, বনানীতে দাফন

জানাজানিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সম্পন্ন হয়েছে। বাদ আসর তার জানাজায় শরীক হন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

জানাজায় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। বায়তুল মোকাররম থেকে কোকোর মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে বনানী কবরস্থানে। এর আগে বেলা দেড়টার দিকে কোকোর মরদেহ বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে নেয়া হয়।

সকাল থেকেই বিপুল সংখ্যক নেতা-কর্মী কোকো’র মরদেহ দেখতে সেখানে ভিড় করেন। বেলা পৌনে ১২টার দিকে কোকোর মরদেহ বহনকারী মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। এ সময় কোকো’র স্ত্রী, দুই মেয়েসহ মামা শামীম ইস্কান্দার মরদেহের সঙ্গে ছিলেন।

এদিকে, বিমানবন্দরে বিএনপি’র শীর্ষ ৫ নেতা কোকোর কফিন গ্রহণ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top